Pages

Tuesday, December 6, 2011

পলাশ এবং তার ভালবাসা

'তুই আমাকে ভালোবাসিস? তুই ভালবাসার কি বুঝিস? আমাকে তো ক্লাসের অনেকেই ভালোবাসে. আমাকে সে কথা বলেওছে. ওদের সবাইকে বাদ দিয়ে আমি তোর সাথে কেন যাব? আচ্ছা তুই আমাকে প্রথমে বলত কেন তুই আমাকে ভালোবাসিস?' ঝড়ের গতিতে রঙ্গনা কথাগুলো পলাশকে শোনাল. যেন আদালতে কোনো জাঁদরেল উকিল জেরা করে চলেছে. কলেজে ফাঁকা ক্লাসরুমে রঙ্গনাকে একা পেয়ে পলাশ ওকে প্রোপোজ করেছিল.
পলাশ বলল, 'কেন ভালোবাসি তা জানি না. তোমাকে আমার খুব ভালো লাগে. সারা জীবন আমি তোমাকে সুখী রাখব.'
রঙ্গনা ওকে থামিয়ে দিয়ে বলল, 'ধুর বাবা!! সারা জীবনের কথা তোকে বলতে হবে. এখনকার কথা বল. তুই কেন আমাকে ভালোবাসিস আর ভালবাসা মানে কি?'
পলাশ বলল, 'ভালবাসার অনেক মানে. ভালবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালবাসা মানে সময় থামার আগে, ভালবাসা তোমার শুরু আমার সারা....'





রঙ্গনা হাত নেড়ে ওকে বলল, 'থাম পলাশ, ভালবাসার মানে অনেক হয়েছে. আমিও ব্যান্ডের গান শুনি.'
পলাশ আর কি বলবে. রঙ্গনা বলল, 'পলাশ আমি জানি আমায় দেখতে সুন্দরী. সুন্দরী মানে খুব সুন্দরী. ছেলেরা আমাকে দেখলেই আমার প্রেমে পড়ে যায়. তাতে অবশ্য আমি তাদের কোনো দোষ দেখি না. যে বয়সের যে কাজ সেটা তারা করবেই. তার মানে তুইও আমাকে একইভাবে দেখিস? এটা আমি তোর কাছে থেকে আশা করি নাই রে!!'
পলাশ বলল, 'এই জন্যেই আমি তোমাকে প্রোপোজ করতে চাইনি. কিন্তু বিশ্বাস কর আমি তোমাকে না বললে থাকতেও পারতাম না. তুমি আমাকে কি উত্তর দেবে তাতে আমার কোনো আসে যায় না. কিন্তু আমার ভালবাসা তুমি ঠেকাবে কি করে? এটার ওপর তো তোমার কোনো কন্ট্রোল নেই.'
রঙ্গনা পলাশকে বলল, 'ফিল্মি ডায়লগ ছাড়.'
পলাশ বলল, 'ডায়লগ ফিল্মের হতে পারে কিন্তু অনুভূতি আমার. রঙ্গনা আমি তোমার জন্যে সব কিছু করতে পারি?'
রঙ্গনা পলাশের নাছোড় মনোভাব দেখে একটু আশ্চর্য্যই হলো. হলো কি শান্তশিষ্ট ছেলেটার. ওকে ভালো করে নোটিস করার মত সময় নেই ওর.
রঙ্গনা বলল, 'যদি বলি যে তিনতলা থেকে মাটিতে ঝাঁপ দিয়ে ভালবাসা প্রমান করতে, তুই ঝাঁপ দিবি তো?'
পলাশ নিস্তরঙ্গ গলায় বলল, 'একবার বলেই দেখো না!!'
রঙ্গনা ভাবলো কি দরকার. বললে যদি সত্যিই ঝাঁপ দেয়! রঙ্গনা বলল, 'আচ্ছা তোকে ঝাঁপ দিতে হবে না. ভবতোষ স্যার আমাদের খুব বাজে পড়ায়. মানে আমি তো কিছু বুঝতে পারি না৷ আর দেখিসই তো প্র্যাক্টিক্যাল ক্লাসে কতটুকু সময় থাকে৷ কিন্তু ওর হাতে প্রাকটিক্যাল আছে বলে আমরা কেউ কিছু বলতে পারি না. বললেই নাম্বার কম দেবে. তুই পারবি ওকে সোজা করতে?'
পলাশ বলল, 'পারব, কাল প্রাকটিক্যাল আছে তো!'
রঙ্গনা ওকে কাটাতে না পেরে বিপজ্জনক খেলাটা খেলেই ফেলল. ভাবলো ঝাঁপ দিয়ে মরলে কারোর কিছু লাভ হবে না. বরঞ্চ ভবতোষ স্যারকে যদি ট্রিট করা যায় তাহলে সবার মঙ্গল হবে. রঙ্গনার অবশ্য সবার মঙ্গল করতে বয়েই গেছে. সবার হলে আদিত্য মানে আদিরও হবে. আদিত্য, পলাশ আর রঙ্গনার সাথে ভার্সিটিতে পড়ে. আদিত্যকে রঙ্গনা মনে মনে ভালবাসে. ভার্সিটিতে সবাই রঙ্গনার জন্যে মরলেও রঙ্গনা আদির জন্যে চিন্তা করে. এত বড়লোকের ছেলে. গাড়ি করে ক্লাস করতে আসে. ওর বাবা শিল্পপতি. কিন্তু কেন যে আদি এমবিএ না পড়ে কেমিস্ট্রি পড়তে এসেছে সেটা রঙ্গনার জানা নেই. আদিকে জিজ্ঞাসা করতেও পারে নি. ওর সাথে কথা বলতেই রঙ্গনা একমাত্র হিচখিচ করে. গলা কাঁপে, তালগোল পাকায়.

পরের দিন প্রাকটিক্যাল ক্লাসে ভবতোষ স্যার যথা রীতি ফাঁকি মেরে চলেছেন. একটা নমুনার অ্যাসিড দিয়ে দ্রবণ (সলুইশন) বানাতে বলে উনি বললেন, 'আমি একটু আসছি. হেড ডেকেছেন.'
চলে যেতেই সঞ্জয় বলল, 'মালটাকে প্রত্যেকদিনই কেউ না ডাকে. হয়ত কোথাও গিয়ে সিগারেট ফুঁকছে.'
কোয়েল বলল, 'তাছাড়া আর কি? আর প্রাকটিক্যাল ক্লাসের সময়ই ওনার যত রাজ্যের জরুরি কাজ.'
পলাশ আর রঙ্গনা ব্যাপারটা খেয়াল করলো. ক্লাসের সবাই বিরক্ত.
পলাশ জানে ভবতোষ স্যার প্রাকটিক্যালে ফাঁকিবাজ. কিন্তু ওনার বিষয়ের ওপর অগাধ জ্ঞান. আর থিওরি ক্লাসে অসাধারণ পড়ান. অন্তত পলাশের তাই মনে হয়. আসলে যে অংশ উনি পড়ান সেটা সত্যি খুব কঠিন৷ মনোযোগ দিয়ে না শুনলে বা পরে ভাল করে না পড়লে তারপরের ক্লাসে আর লিঙ্ক পাওয়া যায় না৷ সবাই পরীক্ষার আগে ভাল করে পড়ে, কিন্তু সারা বছর নিয়মিত পড়ে না৷ তাই ওনার ক্লাসে অসুবিধা হয়৷ পলাশ প্রত্যেকদিন পড়াশোনা করা ছেলে৷ তাই ওর অসুবিধা নেই৷ জানে স্যারের অনেক ডেপ্থ আছে৷ কোনো কোশ্চেন করলে ওনার জবাব কখনো এমন হয় না যে 'গুড কোশ্চেন. আমি একটু দেখে পরের দিন বলব'. সাথে সাথে ওনার উত্তর তৈরী থাকে. উনি জানেন. পলাশ অনেক দিনই ক্লাসের বাইরে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছে. তাতে ওর প্রতি পলাশের শ্রদ্ধা আরও বেড়েছে. স্যারও পলাশকে স্নেহ করেন. উৎসাহ দেন যাতে ও আরও ভালো পড়ে কোনো ভালো প্রতিষ্ঠানে পি এইচ ডি করতে পারে. উনি বলেও রেখেছেন যে আই আই টি'র এক প্রফেসর স্যারের বন্ধু. এখানের পড়া শেষ হলে তার কাছে পলাশকে পাঠাবেন. প্রাকটিক্যাল ক্লাসে পলাশের খুব অসুবিধা হয় না. ডিরেকশন পড়ে বাকিটা ও ম্যানেজ করে নিতে পারে. ক্লাসের সবাই তা পারে না. রঙ্গনা পারে না. তার ছেলে বন্ধুদের সাথে মেলামেশা, সাজগজের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়. তাই পড়ার জন্যে বেশি সময় দিতে পারে না. নিজের নয়নজুড়ানো রূপের সাথে মানান সই একটা ডিগ্রী দরকার. সেটা সায়েন্স থেকেই হলেই ভালো. কেমিস্ট্রি বেশ একটা গ্ল্যামারাস সাবজেক্ট.
অনেক সময় হলো স্যার ফিরছেন না. নমুনা অ্যাসিডে দিয়ে ফোটাতেই দ্রবণ তৈরী হয়ে গেছে. অবশ্য ফোটানোর আগে ওতে জল মেশাতে হয়েছিল. এরপর কি করতে হবে তা বলে যান নি. পলাশ ডিরেকশন পড়ে বুঝতে পেরেছে কি করতে হবে. কিন্তু কাজ না করে স্যারের অপেক্ষা করছে. বাকিরা গালগল্প শুরু করেছে. মেয়েদের পিছনে লাগা শুরু করেছে. আর চারিদিকে হা হা হি হি চলছে. রঙ্গনা যথারীতি ছেলদের সাথে হা হা হি হি করছে. পলাশ দেখল ওকে. ওকেই দেখছে. আগেও দেখেছে. কিন্তু রঙ্গনা অবশ্যই পলাশের দিকে নজর দেয় না. পলাশ স্মার্ট নয়. পড়ুয়া, বাকিরা ওকে গাতু ছাত্র বলে. গাতুয়া.

বেশ কিছু সময় পড়ে ভবতোষ স্যার ক্লাসে এলেন. সবাই গল্প থামিয়ে স্যারের কাছে গেল. এর পর কি করতে হবে সেটা স্যার এবার বলবেন.
বোর্ডের সামনে স্যার চক নিয়ে তৈরী পরবর্তী পদক্ষেপ বোঝাবার জন্যে. সবাইকে অবাক করে দিয়ে পলাশ বলল, 'স্যার, আমার একটা কোশ্চেন আছে?'
অবাক হলো কারণ পলাশের কোনো কোশ্চেন থাকে না. স্যার যা বলেন সেটা ও বোঝে. ও সত্যি বোঝে, ভান করে না. আর থিওরিতে কোনো অসুবিধা হলে অফ পিরিয়ড-এ গিয়ে জেনে আসে. ক্লাসে প্রশ্ন করে সময় নষ্ট করে না.
স্যার পলাশের দিকে ঘুরে তাকিয়ে বললেন, 'বল পলাশ. কি তোমার প্রশ্ন?'
পলাশ বলল, 'স্যার আপনি এত সময় কোথায় ছিলেন?'
ক্লাসের সবাই চুপ করে গেল. জলের ফোনটা মেঝেতে পড়লে তার আওয়াজ শোনা যাবে. রঙ্গনার দিকে পলাশ তাকিয়ে দেখল ও অবাক মুখ করে মুচকি হাসছে. কেউ ভাবতে পারে না যে স্যারকে এই প্রশ্নটা করা যায়. যেখানে সবাই তেল দিয়ে চলে যাতে নম্বরটা ঠিক মত ওঠে, কিন্তু ওর কি কোনো হুঁশ নেই? কাকে কি বলছে? ভার্সিটির বাইরেও ওনার প্রবল প্রতিপত্তি আছে, তাই হেড পর্যন্ত কিছু বলেন না. আর পলাশ? কোথাকার কে হে হরিদাস পাল যে ভবতোষ স্যারকে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করছে.
স্যার অবাক করা গলায় জিজ্ঞাসা করলেন, 'কি বললে?'
পলাশ আবার বলল, 'স্যার আপনি এত সময় কোথায় ছিলেন?'
স্যার বললেন, 'এটা তোমার জানার কথা নয় যে আমি কোথায় ছিলাম. তাও বলছি যে আমি হেডের ঘরে ছিলাম.'
পলাশ বলল, 'না স্যার, আপনি মিথ্যা কথা বলছেন. আমাদের প্রাকটিক্যাল ক্লাসে আপনি কখন থাকেন না. সব জরুরি কাজ আপনার এই ক্লাসটার সময় থাকে. কখনও আপনাকে কাজের সময় পাওয়া যায় না.'
স্যারের করা চাউনিও পলাশকে থামাতে পারল না. আজ তো পলাশ বলবেই. কাউকে যে সে কথা দিয়েছে ভবতোষ স্যারকে ট্রিট করবে.
স্যার চেঁচিয়ে উঠে বললেন, 'থাম পলাশ. আমি কোথায় ছিলাম সেটার কৈফিয়ত তোমাকে দেব না. তার জন্যে হেড আছেন, দরকার পড়লে তার আমি বলব.'
ঝগড়া শুরু হতেই ল্যাবের অ্যাসিস্ট্যান্টরা হেডকে ডেকে এনেছেন. ভবতোষ স্যারের ক্লাসে গন্ডগোল মানে খবর আছে.
হেড চলে এলেও পলাশ বলল, 'আপনাকে কৈফিয়ত দিতে হবে. কারণ ক্লাসটা আমাদের, আপনি না থাকলে ক্ষতিটা আমাদের. আপনি ফাঁকি মারলে আমরা ফাঁকে পরবো.'
স্যার বললেন, 'চুপ একেবারে চুপ, নাহলে পরীক্ষার সময় দেখে নেব.'
পলাশ তাও হিম্মত করে বলল, 'ধোর মশাই কি দেখবেন আপনি? নম্বর কম দেবেন তো? বেশ তাই হবে. আপনার ক্ষমতা হবে না আমাকে ফেল করানোর.'
হেড বললেন, 'আস্তে. কি হয়েছে বলবে তো?'
ভবতোষ স্যার বললেন, 'আমাকে মিথ্যাবাদী বলেছে. আমি নাকি একটু আগে আপনার সাথে ছিলাম না?'
হেড বললেন, 'একটু আগে উনি আমার সাথে ছিলেন. একটা গুরুত্বপূর্ণ মিটিং করছিলাম.'
পলাশ বলল, 'সে হতে পারে. আজ আপনার সাথে ছিলেন. কিন্তু বাকি দিন গুলো? সব দিন তো স্যার আপনার সাথে মিটিং-এ থাকেন না?'
হেড বাকিদের জিজ্ঞাসা করলেন, 'ভবতোষবাবু ক্লাসে থাকেন না?'
সবাই চুপ করে গেল. রঙ্গনার মুখে সব সময় খই ফোটে, তার মুখ অধঃক্ষেপের মত পড়ে আছে. তালা মারা.
পলাশ বলল, 'ওদের আবার টানছেন কেন? নম্বর কম পাবার ভয়ে কেউ কিছু বলবে না. সবাই জানে. এমনকি ল্যাবের সব কেমিক্যাল পর্যন্ত সাক্ষী দেবে কে ঠিক আর কে ভুল? আপনিও কি স্যার সত্যি জানেন না নাকি?'
শেষের অস্বস্তিকর প্রশ্নটা হেডকে করলো.
হেড বললেন, 'ঠিক আছে. এখন কাজে যাও. আমি স্যারের সাথে কথা বলব.'
পলাশ বলল, 'সেই ভালো. পারলে বোঝান. নাহলে পরের দিন আবার একই কির্তন গাইব.'
পলাশের মুখের চটে ভবতোষ স্যার আর মুখ খোলেন নি. তারপর থেকে আর কোনদিন ক্লাসের সময় গুরুত্বপূর্ণ মিটিং থাকত না.

পলাশ রঙ্গনাকে বলল, 'আমার কাজ আমি করে দেখিয়েছি. বলেছি তো তোমার জন্যে আমি সব করতে রাজি আছি. তোমার উত্তর আমায় কবে দেবে?'
রঙ্গনা সেদিন ওই রুদ্র মূর্তি দেখে যেমন বিস্ময়ে অভিভূত হয়েছিল, তেমনি নিজেকে গরবিনীও মনে হয়েছিল. তার জন্যে মুখ চোরা পলাশ ওই রকম দোর্দণ্ডপ্রতাপ ভবতোষ ব্যানার্জির সাথে ঝগড়া করলো. নিজের সম্ভাব্য উজ্জ্বল ভবিষ্যতকে বিপন্ন করে. ভবতোষ, আই আই টির প্রফেসর, পলাশের পি এইচ ডি…..সবাই ব্যাপারগুলো জানত. তা সত্ত্বেও যে পলাশ লড়ল তার জন্যে সত্যি অসীম সাহিসী হতে হয়. হ্যাঁ, পাহাড় অতিক্রম বা জঙ্গল পার করার মত নিজের জীবনের ভবিষ্যত বাজি রেখে পলাশ যুদ্ধ জিতে এসেছে. আদি তো রঙ্গনার দিকে ভালো কথাই বলে না. অন্য সবাই ওর রূপে মোহিত. ওর কথা শুনে কেউ নিজেকে নিয়ে পলাশের মত খেলত না. রঙ্গনা নিশ্চিত. দেখতে সুপুরুষ না হতে পারে পলাশের মধ্যে একটা সহসী মানসিকতা আছে যেটা যে কোনো নারী তার পুরুষের মধ্যে খুঁজবে. নারীকে নিরাপত্তা দেবে পলাশ৷ আমাদের সমাজে পুরুষদের কাছে মেয়েরা নিরাপত্তা চায়৷ সামাজিক এবং অর্থনৈতিক দুইধরণেরই৷ পলাশ মেধাবী, যারা ওর সাথে পড়ে তাদের অনেকের থেকেই বেশি. কিন্তু হয়ত ওর ঐদিনের গোঁয়ারতুমির জন্যে ফলাফলের সময় হয়ত কোনো পজিশন পাবে না. রঙ্গনা জানে আর কোথাও পজিশন না পেলেও পলাশ ওর হৃদয়ে ঠিক পজিশন নিয়ে ফেলেছে. রঙ্গনা দেখল পলাশকে নতুনভাবে, নতুন ভূমিকায়. কাউকে ও বলেনি হঠাৎ পলাশ কেন ক্ষেপে গিয়েছিল. চায় না সবাই ওকে আর পলাশকে নিয়ে আলোচনা করুক.
রঙ্গনা পলাশকে বলল, 'পরীক্ষা শেষ হলে আমাদের বাড়ি নিয়ে গিয়ে তোকে উত্তর দেব. এর আগে আমার সাথে যোগাযোগ করবি না. মন দিয়ে পড়াশুনা কর. ঠিক আছে?'
পলাশ বলল, 'এত দিন যখন পারলাম, তাহলে আর কত দিনও পারব. তুমি ভালো করে পড়. আর কিছুর দরকার হলে আমাকে কন্টাক্ট কর.'
ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলাকালীন আর কোনো যোগাযোগ রইল না ওদের মধ্যে. পলাশ দেখা বা ফোন করার চেষ্টা করে নি. রঙ্গনা মনে মনে চাইছিল ওকে ফোন করুক, দেখা করুক. কিন্তু সেটা না করলেও ও আবার খুশিও হয়েছে. ওর কথা মান্য করেছে বলে.

পরীক্ষা শেষ হলে রঙ্গনা পলাশকে ওদের বাড়ি নিয়ে গেল. পলাশ দেখল ও বড়লোকের মেয়ে. অনেক বড় বাড়ি. বাড়ি তো নয় যেন অট্টালিকা. গাড়ি বারান্দা, বাগান. সব আছে. মালি, ঠাকুর, চাকর.
নিজের বেড ঢোকার আগে ও ওদের কিছু খাবার দিয়ে যেতে বলল ওদের চাকরকে. ওর বেডরুম সুন্দর গোছানো, পরিস্কার পরিচ্ছন্ন. সব কিছুতে রুচির ছাপ. পলাশ অবাক হয়ে দেখল. ওর পরিবারের আর্থিক অবস্থা খারাপ না হলেও রঙ্গনাদের মত না.
খাবারগুলো খাওয়া শেষ করলে রঙ্গনা পলাশকে বলতে শুরু করলো, 'আমি যা বলেছিলাম তা তুই করে দেখিয়েছিস. আমি গর্বিত তোর জন্যে. কিন্তু তোকে কমিট করবার আগে আমি কিছু বলতে চাই. সেগুলো শোনার পরও যদি মনে হয় আমার সাথে সম্পর্ক রাখবি তাহলে তাই হবে.'
পলাশ আগ্রহের সাথে বলল, 'বলো রঙ্গনা, তোমার কথা বলো. আমি শুনব.'
রঙ্গনা বলল, 'এমন নয় যে তুই আমাকে প্রথম প্রোপোজ করেছিস. এর আগেও অনেক আমাকে প্রোপোজ করেছিল. তার মধ্যে আবার চার জনের সাথে আমি প্রেমও করেছি. তার মধ্যে তিন জনের সাথে ঘনিষ্ঠ ছিলাম. বুঝতে পারছিস তো ঠিক কি বলতে চাইছি?'
পলাশ বলল, 'সে তুমি প্রেম করতেই পার. প্রেম করলে সম্পর্ক তো ঘনিষ্ঠ হবেই. এতে বোঝার বা না বোঝার কি আছে?'
রঙ্গনা বলল, 'ওহ তুই বুঝতে পারছিস না. ঘনিষ্ঠ মানে বেশ ঘনিষ্ঠ. মানে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছিল.' বলব না বলব না করে রঙ্গনা বলেই ফেলল. ভয় হচ্ছিল যদি সব শুনে চলে যায় আর বাকি বন্ধুদের কথাগুলো রটিয়ে দেয়. পলাশকে অবশ্য সেরকম মনে হয় নি. তবুও একটা সংশয় ছিল.
পলাশ বলল, 'দেখো আমি প্রেমের মধ্যে শরীরের থেকে মনকে বেশি গুরুত্ব দিই. আমি তোমাকে ভালোবাসি আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলেই হলো. আমাকে ছেড়ে কোনো দিন যেও না. আমার সাথে থাকলে আমাকে কোনদিন ঠকিয়ো না. আমি তোমাকে খুব সুখে রাখব.'
রঙ্গনা খুব খুশি হলো যে পলাশ ওকে ওর অতীত সমেত গ্রহণ করতে রাজি হয়েছে দেখে. মনে হলো প্রকৃত মানুষ পেল. যাকে মনের কথা নির্ভাবনায় খুলে বলা যায়. নিজেকে উন্মুক্ত করে রাখতে পারবে. কোনো মুখোশ পড়ে সারাটা জীবন কাটাতে হবে না. ঈশ্বর ওর জন্যে পলাশকে বানিয়েছেন.
রঙ্গনা বলল, 'পলাশ আমি কিন্তু প্রেমের ক্ষেত্রে শুধু মনে বিশ্বাসী নই. শরীরও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ. মানসিক ও শারীরিক মিলন সঠিক হলে সার্থক যুগল তৈরী হয়. আমাকে গ্রহণ কর.'
পলাশ বলল, 'মানে? তুমি তো আমারই. আবার কি গ্রহণ করব?'
রঙ্গনা বলল, 'গ্রহণ করবে মানে আমাকে শারীরিকভাবে গ্রহণ কর. আমাকে তৃপ্ত কর.'

পলাশ ওর সরাসরি প্রস্তাব পেয়ে অবাক হয়ে বলল, 'রঙ্গনা, ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাছাড়া তোমার বাড়ির লোকজন কি ভাববেন?'
রঙ্গনা বলল, 'বাড়ির লোকজন কেউ নেই. আর আমি না বললে কেউ আমার ঘরে আসবে না. তুমি আমাকে ছেড়ে যাবে সেটা তো ঠিক. আমিও তোমাকে ছাড়ব না. তাহলে বাধা কোথায়? আমি তো মনে মনে এইদিনটার সেই কবে থেকে তৈরী. তুমি না রাজি হলে ছেড়ে দাও.'
পলাশ সঙ্গে সঙ্গে বলে উঠলো, 'না না. তুমি চেয়ছ আর আমি দেব না তাও কি হয়?'
পলাশ উঠে রঙ্গনার কাছে গেল. ওর মুখখানি দুইহাতের করতলে করে অঞ্জলি দেবার মত করে তুলে ধরল. তারপর ওর নয়ন নিজের নয়ন মিলিত করলো. কি গভীর ওই নয়নযুগল. কি আছে ওই মৃগননয়নির কৃষ্ণবর্ণের চক্ষুমনিতে? কত রহস্য লুকিয়ে রেখেছে আমার প্রানের সখী. পলাশ রঙ্গনার চক্ষুজোড়ায় আত্মভোলা দৃস্টি দিয়ে ওকে আরও গভীর অবধি চেনার চেস্টা করছে৷

রঙ্গনার আঁখির মনিজোড়া পলাশের নয়নের মধ্যে দৃষ্টি সীমাবদ্ধ করলো. কি আবেশে নিজেকে হারিয়ে ফেলেছে রঙ্গনা. তল না পাওয়া ভালবাসার সন্ধান পেয়েছে পলাশের চোখে. সেদিন কেন পলাশ ভালবাসার অর্থ বলতে পারে নি আজ তা অনুধাবন করলো রঙ্গনা. ও বলবে কি করে? সমস্ত ভালবাসা ওর চোখের গভীরে আছে. তাকে চিনে নিতে হয়. অনুধাবন করতে হয়. চোখ তো আর কথা কইতে পারে না. প্রেমিক প্রেমিকা যুগলের নয়ন পরস্পরের সাথে মিলিত হলো.
রঙ্গনা নিজের অধর পলাশের জন্যে অর্পিত করলো. নিজের বদনখানি একটু আকাশের দিকে উন্নত করে পলাশের উষ্ণ ওষ্ঠের প্রতিক্ষা করতে লাগলো. আঁখি পল্লব কিঞ্চিত নিমজ্জিত করে নিজের মনোসংযোগ প্রতিক্ষিত চুম্বনের প্রতি বর্ধিত করলো. পলাশ আপন মনের দেবীকে হস্তের সীমানার মধ্যে পেয়ে দুইহাতে নারীর কাঁধে নিজের হাত দুইখানি রাখল. তারপর নিজের মাথা ধীরে ধীরে নামিয়ে প্রিয়তমার কিঞ্চিত উন্মুক্ত ওষ্ঠযুগলের মধ্যে নিজের ওষ্ঠ রাখল. নিজের জীবনের প্রথম চুম্বন নিজের প্রিয়তমার ঠোঁটে. কত জন ভাগ্যবানের এটা ঘটেছে তা খুব করে হাতে গোনা যাবে. থরথর করে সমস্ত শরীরে একটা কম্পন অনুভব্ করল রঙ্গনা৷ আগেও তো আকাশ, বাতাস, পৃথিবী আর তড়িৎ ওকে চুম্বন করেছে৷ দীর্ঘ চুম্বন৷ কই তখন তো মনে হয়নি এমন থরথরি কম্পন৷ পলাশ পলাশ৷ আমার পলাশ৷ হে ঈশ্বর তোমাকে শত সহস্র ধন্যবাদ এমন সুন্দর পলাশকে আমার জন্য তৈরি করার জন্য৷ আমার নারীত্বের পূর্ণতা পলাশ এনে দেবে৷ পলাশকে ছাড়া আর কিছু ভাবতে পারছে না৷ 

পলাশ ওর কুমারী ঠোঁট নিয়ে রঙ্গনার ঠোঁট চুষে চলেছে৷ দীর্ঘদিনের প্রতীক্ষার আজ অবসান হলো. যখন থেকে ওকে দেখেছে ওকে ভালোবেসে এসেছে. যত সময় এগিয়েছে ওর প্রতি টান তত বেড়েছে. ভালবাসা প্রগাড় হয়েছে. সার্থক জনম আমার তোমায় আপন করিয়া. রঙ্গনার কমলালেবুর কোয়ার মত ঠোঁট নিশ্চিন্ত মনে চুষছে. রঙ্গনাও ওকে সঙ্গত করছে. কখন কখন রঙ্গনাও ওর ঠোঁট চুসে দিচ্ছে. পলাশের গোঁফ বা দাড়ি কিছু নেই. তাই নির্ভাবনায় রঙ্গনা ওপরের এবং নিচের ঠোঁট পালা করে চুম্বনে চুম্বনে ওকে নিজের করে নিচ্ছে. পলাশের কোমর হাত রেখে রঙ্গনা নিজেকে অর্পিতা করে নিয়েছে. পলাশের কাছে নিজেকে অর্পণ করেছে. ঠোঁটে চুম্বন দীর্ঘসময় হলে ওরা নিজেদের জিহ্বা নিয়ে খেলা শুরু করলো. পলাশের মুখে রঙ্গনা জিহ্বা প্রবেশ করলে পলাশ তা চুষে শুকনো করার প্রয়াস চালাচ্ছে. কিন্তু অনন্ত রসের ধারা কি কখনও শুকাতে পারে? তবু চেষ্টা করে পলাশ. রঙ্গনা নিজের রসনা নিজের মুখগহ্বরে ফেরত নিলে পলাশ তার নিজের জিভ ওর মুখে ঢুকিয়ে দেয়. রঙ্গনা আদর করে ওকে. চুষে চুষে পাগল করে পলাশকে. দীর্ঘসময় ধরে চলল ওদের চুম্বন.

দীর্ঘচুম্বন চুম্বনের সময় পলাশ ওর হাত রঙ্গনা কাঁধের ওপরে রেখেছিলি. ওর কোমর জড়িয়ে ধরেছিল রঙ্গনা. রঙ্গনা মনে চাইছিল যেন পলাশ ওর স্তনমন্থন করে. কিন্তু পলাশ সেইরকম কিছু করে নি. পলাশকে না বললে কতদূর কি করবে কে জানে? রঙ্গনা কোনো তাড়াতাড়ি করতে চায় নি. অঢেল সময় আছে. মা বাবা বাড়ি নেই. আর থাকেলই বা কি!! পরীক্ষার কোনো ঝামেলা আপাতত নেই. আগামী কালের কোনো নির্ঘন্ট ঠিক করা নেই. তাই আজ সারা রাত ধরে পলাশ ওর কাছে থাকতেই পারে. পলাশকে বললে ও না বলবে না.
চুম্বন ওর সারা শরীরে শিহরণ এনে দিয়েছে. এমন শিহরণ যা অন্য কোনো পুরুষ ওকে দিতে পারে নি. পলাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে টেনে বিছানায় নিল রঙ্গনা. নিজের পেলব শরীরের ওপর পলাশকে রাখল. তখন জিহ্বা খেলা চলছে. রঙ্গনা পলাশের ডান হাত টেনে ওর বাম স্তনের ওপর রাখল. রেখে নিজের চোখ বন্ধ করলো. রঙ্গনা জানে এরপর কি করতে হবে সেটা কোনো ছেলেকেই বলে দিতে হবে না. পলাশকেও বলতে হলো না. ওর সালোয়ার কামিজ পরা শরীর নরম গলায় পলাশ হস্তচালনা করলো. কামিজের ওপর দিয়েই. কি নরম. মেঘের মত. ওর রঙ্গনা ওকে ভরিয়ে দিচ্ছে. জীবনের নারীদেহের সমস্ত অভিজ্ঞতা ওকে রঙ্গনাই দেবে. ওর আর কারোর কিছু চাই না. ও চুম্বনে বিরতি দিয়ে রঙ্গনার শরীর থেকে নিজেকে তুলল. ওর পেটের ওপর আলতো ওজন দিয়ে পায়ের ওপর ভর করে বসলো. প্রিয়তমার মুখের দিকে তাকালো. পড়ন্ত বিকেলের সোনা রোদ ওর ঘরে আসতে পারে নি. পর্দা আড়াল করে রেখেছে সূর্যকে. ভালই করেছে. সাদা বিছানায় সাদা বালিশে রঙ্গনা নিজেকে মেলে দিয়েছে. পলাশ ভাবছে কি সৌভাগ্য আমার. রঙ্গনাকে নিজের করে নিয়েছে. আর হে ঈশ্বর, কি অপার তোমার মহিমা. কত নিঃখুত করে তৈরী করেছ আমার প্রেয়সীকে. দুধে আলতা গায়ের রং. পাতলা চামড়া. এতই ফর্সা আমার রঙ্গনা যে ত্বকের নিচের শিরা উপশিরা দেখা যায়. নীল রক্ত সহ. মুখের গড়ন কারোর সাথে তুলনা করা যায় না. কোনো উপমা দিয়ে ব্যাখা করা যায় না. ও তো নিরুপমা. চাঁদের সাথে তুলনা করে রঙ্গনাকে চেনা যাবে না. রঙ্গনা রঙ্গনাই. চাঁদের যে দাগ আছে সেটা হয়ত চাঁদের সৌন্দর্য বাড়িয়েছে, কিন্তু সত্যি কি বাড়িয়েছে? নিষ্কলঙ্ক চাঁদ আমরা কোনো দিন দেখিনি. তার রূপ আমরা কল্পনা করে নিই. কিন্তু আমার রঙ্গনার রূপে কোনো কলঙ্ক নেই. কোনো খুঁত নেই. তার রূপ কল্পনা করতে হয় না. উন্নত নাসিকা, আয়ত করা বড় নয়ন যুগল তাতে কৃষ্ণবর্ণের মনি. চোখের ওপরের সৌন্দর্য বিউটি পার্লারে না গেলে কোনো কমতি হত বলে মনে করি না. ঝকঝকে দুগ্ধশুভ্র দাঁত. হাসলে মতি ঝরে. মাথায় কালবৈশাখীর আগের আকাশের মত কালো কেশ. কোমর পর্যন্ত. খোলা পিঠে সম্পূর্ণ একটা আবরণ তৈরী করে. ঘন, সোজা. মানানসই লম্বা. কথাও কম বেশি মেদ নেই. ওর শরীর একজন চিত্রকর বা ভাস্করের মনে মধ্যে শিল্পী সত্বাকে বিকাশ করার প্রেরণা.
আজ সেই শরীরকে ওকে সম্পূর্ণভাবে জানার, দেখা অধিকার দিয়েছে. ধন্য এই মানব জীবন. 

ওর স্তনকে একটু মর্দন করার পর বুকের কাছে তিনটে বোতাম যা ওর সম্পদকে লুকিয়ে রাখে সেগুলো খুলে দিল. ভিতরে গোলাপী রঙের বক্ষবন্ধনী. অনেক দামী হবে. কারণ খুব সুন্দর ডিজাইনের. সাধারণ কোনো বক্ষবন্ধনী নয়. রঙ্গনার কুচযুগল যা সুন্দর তা ঢাকার জন্যে সাধারণ কিছু দিয়ে সম্ভব না. আবরণ দিলে মোলায়েম মখমলের মত বস্ত্র দিয়ে দিতে হবে, না হলে সুম্পূর্ণ নগ্নতাই উৎকৃষ্ট. রঙ্গনার বক্ষবন্ধনির প্রকাশ পেতেই ও লজ্জা পেল. কিন্তু লজ্জা দমন করে খাটে উঠে বসলো একটু. পলাশ ওকে বসার সুযোগ করে দিল. রঙ্গনা পলাশকে অবাক করে এবং মনের আনন্দ বাড়িয়ে দিয়ে হাত উঁচু করে নিজের কামিজ খুলে ফেলল. আবার বিছানায় নিজের শরীর পেতে দিল. পলাশ নিজের চোখকে বিশ্বাস করছে না. আজ সকালেও জানত না রঙ্গনা ওকে কি বলবে, কিন্তু এই স্বর্ণালী সন্ধ্যায় নিজের মানসীর শরীর ওকে সামনে অর্ধনগ্ন.
শ্বেতবর্ণের শরীরে গোলাপী বক্ষবন্ধনী রঙ্গনাকে কমনীয় করে তুলেছে. পলাশ দুচোখ ভরে জীবনে প্রথমবারের জন্যে অর্ধপ্রকাশিত প্রেয়সীকে মনের মনি কোঠায় ছবি করে রাখছে. বয়স হলেও প্রিয়তমার আজকের দিনের এইরূপ কখনো মলিন হবে না. নিজেকে নামিয়ে আবার প্রেয়সীর ওষ্ঠসাগরে ডুব দিল. রঙ্গনা পলাশকে গ্রহণ করলো. দুইহাত দিয়ে পলাশের পৃষ্ঠদেশে বেষ্টনী দিয়ে নিজের করলো প্রাণনাথকে. নাতিদীর্ঘচুম্বনের সমাপ্তি ঘটিয়ে পলাশ মুখমন্ডল থেকে চুম্বনের ঝরনা ধারা নিচের দিকে নামাতে লাগলো. ওর কপোল, চিকন, গ্রীবাদেশে চুম্বনে চুম্বনে স্নান করিয়ে দিল. রঙ্গনা পলাশের আদরে নিজেকে স্বর্গের রাজকুমারী মনে করলো. এত আদর!! এত সুখ!! চুম্বনের ধারা নামতে নামতে ওর বক্ষতে পৌছল. ওর শরীর থেকে গন্ধ নিল. কেমিস্ট্রির ভাষায় আরম্যাটিক. স্যালিস্যালডিহাইডের বা অন্য কোনো সুগন্ধি অর্গানিক যৌগের গন্ধ রঙ্গনার শরীরের গন্ধের ধারে কাছেও নেই. ওরটা একেবারেই স্পেশ্যাল. বক্ষবন্ধনির ওপর থেকে ওর স্তনের ওপর ভালবাসার চুম্বন এঁকে দিল.
পলাশ নিজের হাত ওর বন্ধনীর নিচে নিয়ে গিয়ে শরীর ছুঁইযে ওপরের দিকে ওঠাতে আরম্ভ করলো. বক্ষবন্ধনী আর শরীরের মাঝের লুকিয়ে আছে ওর রহস্যে ভরা স্তন. বক্ষবন্ধনির ভিতরে হাত চাপ দিয়ে প্রবেশ করিয়ে ওর স্তন স্পর্শ করলো. আহ যেন শীতের বিকেলের সোনা রোদ. এত কোমল অথচ সব সময় পাওয়া যায় না. সব সময় না পাওয়া দ্রব্যের প্রতি বা জীবের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন. দুর্লভ বলেই তো আমরা তা লাভ করার প্রার্থনা করি. পলাশ দুর্লভ রঙ্গনাকে পেয়ে আত্মহারা. ওর কোমল স্তনের হস্তস্পর্শ সারাজীবন মনে রাখবে. প্রথমবারের স্পর্শ আলাদা শিহরণ আনে. পলাশ ভাবে কেন যে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত মানুষের মনের অনুভূতি সেটা ভালো লাগা বা মন্দ লাগা যাই হোক ধরে রাখার যন্ত্র আবিস্কার করেন নি. ফটো যেমন স্মৃতির অস্তিত্ব প্রমান করে, সেইরকমভাবে ঐরকম কোনো যন্ত্র থাকলে তা অনুভূতি বহন করতে. পরে আমরা তা দেখে আনন্দ লাভ করতে পারতাম. নেই যখন আপসোস করেও লাভ নেই. মনের ক্যামেরাতে ধরে রাখাই শ্রেয়. ওর স্তনে স্পর্শ করে পলাশ স্থির হয়ে সেই অনুভূতি বোঝার চেষ্টা করলো. স্বর্গে গেলেও এটা ও পাবে না. বক্ষে হাত রেখে রঙ্গনার মুখের দিকে চেয়ে দেখল. লজ্জার লালিমা রঙ্গনাকে আরও বেশি করে আকর্ষনীয়া করে তুলেছে. আয়তচক্ষু দুটি মুদ্রিত. ওষ্ঠে কিঞ্চিত হাস্যের আভাস নাকি সুখের প্রকাশ!!

পলাশ হাত বক্ষবন্ধনির মধ্যে কুঞ্চিত প্রসারিত করে ওর স্তন মন্থন করে চলেছে. রঙ্গনাকে এই সুখ নিচ্ছে. বন্ধনী থাকতে অসুবিধা হচ্ছিল পলাশের. হাত বের করে বন্ধনীটিকে স্তন থেকে ওপরের দিকে তুলে দিল. চোখের সামনে রঙ্গনার বর্তুলাকার স্তনযুগল উন্মুক্ত হলো. বৃহতাকারের নয় আবার ক্ষুদ্রাকারেরও. যুগল মধ্যামাকারের. দৃঢ় অথচ কত মোলায়েম. স্তনবৃন্ত গগনমুখী হয়ে জানান দিচ্ছে রঙ্গনা কতটা যৌনভাবে উত্তেজিত. শ্বেতস্তনের ওপর গোলাপী স্তনবৃন্ত. স্তনবৃন্তের পাদদেশ অর্থাত স্তনের উপরিভাগের রংও গোলাপী. এক মোহময়ী দৃশ্য. প্রাণ ভরে চক্ষু মেলে পলাশ দেখতে লাগলো রঙ্গনার স্তনের ভৌগলিক গঠন. রঙ্গনা চক্ষু মেলে পলাশের অবস্থান দেখে লজ্জিত হয়ে ওকে মস্তকে হস্ত দিয়ে নিজের বক্ষে টেনে নিল. ওর মুখ স্তনবৃন্তের ওপর. পলাশের কেশরাশিতে হাত চালনা করে আদর দিতে থাকলো. পলাশ মুখের সামনে অমন বৃন্ত দেখে ওষ্ঠ কিঞ্চিত খুলে বৃন্তিটি মুখের মধ্যে নিল. রঙ্গনা ওকে আরও কষে বুকের ওপর চেপে ধরল. পলাশ চুষতে লাগলো ওর বৃন্তটি. এমন জিনিস জন্মে অবধি চোষে নি. প্রান ভরিয়ে চুষে দিতে লাগলো. রঙ্গনা নিজেকে ঠিক রাখতে পারছে না. ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছে. নিজের অন্তর পলাশের স্পর্শে সিক্ত হয়ে যাচ্ছে. বাম দিকের স্তন থেকে পলাশের মুখ নিজের হাতে সরিয়ে দক্ষিন স্তনের ওপর স্থাপন করলো রঙ্গনা. বাম স্তনের বৃন্ত আরও দৃঢ়, পলাশের মুখের রসে সিক্ত. পলাশ দক্ষিন স্তন নিয়ে মেতে উঠেছে. চুম্বন এবং চোসন রঙ্গনাকে আনন্দের ঝরনা ধারায় স্নান করাচ্ছে. মুখ থেকে নিঃসৃত শব্দ তার সাক্ষী. কেশরাশি মুষ্ঠির মধ্যে ধরে নিজের শীৎকার প্রকাশ দিচ্ছে. বেশ কিছু সময় চোসন চুম্বন হলে রঙ্গনার বাহুতল পলাশের নয়নগোচর হলো. নির্লোম. হয়ত সাম্প্রতিককালের মধ্যে কার্যটি সম্পন্ন হয়েছে.
কোনো কিছু না বলে পলাশ উঠে ওর নির্লোম বাহুতলে মুখ গুঁজে দিল. বগলে পলাশের বদনের স্পর্শ পেতেই হিঃ হিঃ হিঃ করে হেসে উঠলো রঙ্গনা.
ওর মুখ শরীর থেকে উঠিয়ে দিয়ে বলল, 'ওখানে না, প্লিজ. সুরসুরি লাগে.'
পলাশ বলল, 'আর একটু দিই সোনা, যদি ভালো না লাগে তাহলে আর দেব না.'
রঙ্গনা আর কোনো প্রতিবাদ না করে পরবর্তী ধাক্কা সামলানোর জন্যে তৈরী হলো. পলাশ আবার মুখ ডোবাল ওর বগলে. বেশি অস্বস্তি হচ্ছে না রঙ্গনার. বেশ ভালই লাগছে. ওকে আরও বেশি করে উত্তেজিত করছে পলাশের স্পর্শ. দুই বগল বেশ করে চুম্বন এঁকে রঙ্গনার কর্ণ লতিকাতে জিহ্বা নিয়ে গেল. আলতো করে ছোঁয়াতেই রঙ্গনার গোটা শরীর ঝনঝন করে উঠলো. এমন পরশ তোমার!! কানেরও ভিতরে দিয়ে মরমে পশিল গো. একটু চুম্বন আর একটু দুই ঠোঁটের মধ্যে নিয়ে আদর রঙ্গনাকে উত্তেজনার নতুন পাহাড়ে উঠিয়ে দিচ্ছে. রঙ্গনা মুখ দিয়ে গোঙানি শুরু করলো. নিঃশ্বাস ঘন হলো. 

কিয়ৎকাল পরে রঙ্গনা নিজের তন্বী তনুখানি বিছানা থেকে তুলে ধরে নিতম্বের ওপর ভর করে বসলো. পা দুটো সামনের দিকে টান টান করে প্রসাতির করা আছে. সারা শরীরে কামত্তেজনায় ভরপুর. নিজের বক্ষবন্ধনী শরীর মুক্ত করে ফেলল. পলাশকে কাছে টেনে পুনরায় ওর ওষ্ঠের মধু পান করলো.
পলাশকে বলল, 'পলাশ, জানু আমার ওখানে মুখ দিয়ে আমাকে সুখের উড়োজাহাজে তোলো. ভাসিয়ে দাও মেঘের পালকি তে.' বলে দুই পদের সংযোগস্থলকে নির্দেশ করলো. পলাশ ওর পায়ের কাছে যাবার আগে ওর ওষ্ঠে আরও একবার চুম্বন করে গেল. কোমরের কাছে হাত নিয়ে সালোয়ারের দড়ির বন্ধন খুলতে শুরু করলো. উত্তেজনায় পলাশ কম্পমান. সময়ের থেকে বেশি সময় খরচ করছে রঙ্গনার নিম্নাঙ্গের পোশাক সরাতে. বন্ধন মুক্ত করার পর সালোয়ার ধরে নিচের দিকে নামাতে শুরু করলো. রঙ্গনা নিজের সুগঠিত নিতম্ব বিছানা থেকে বাতাসে ভাসিয়ে পলাশকে নিজের নিম্নাঙ্গ থেকে সালোয়ার মুক্ত করতে সহায়তা করলো. পলাশের চোখের সামনে একের পর এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে. এবারে নারী শরীরের তাজমহল দেখবে. আপন প্রেয়সীর তাজমহল. সালোয়ার নামতে নামতে রঙ্গনার শুভ্রবর্ণের পদযুগলকে উলঙ্গ করে দিচ্ছে প্রকৃতিকে. রঙ্গনার শরীরের কোনায় কোনায় যে সৌন্দর্য লুক্কায়িত আছে তা উন্মুক্ত করে দিচ্ছে. পলাশ ওর রূপে দিওয়ানা হয়ে যাচ্ছে. সালোয়ার টেনে ওর শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল. সেটা নিচে মেঝেতে ফেলে দিল. ওর শরীর আর একটা টুকরা বস্ত্র আছে. সেটা ওর যোনিদেশকে আবৃত করে রেখেছে. বক্ষবন্ধনির মত যোনি আবরণী. এটাও বক্ষবন্ধনির সঙ্গে মানানসই এবং গোলাপী রঙের. ডিজাইন একই প্রকারের. একটা সেট থেকে ক্রয় করা সেটা উপলব্ধি করা যায়. রঙ্গনা নিজের নিতম্ব খানি বিছানার ওপর রাখল আর পাদুটো ভঙ্গিল করে পায়ের পাতা বিছানায় রাখল. যেন সন্তান প্রসব করবে. দুই পায়ের মাঝে যথেষ্ট জায়গা রাখা আছে. পলাশ সেই জায়গা দখল করে ওর আরও নিকট চলে এলো. ওর পায়ের হাতের পরশ দিয়ে আদর করতে শুরু করলো. আদর শুধু হাতে নয়, মুখেও চলল. চুম্বন বৃষ্টি থামার কোনো উপায় নেই. শরীরের স্থান পাল্টাতে পারে কিন্তু বৃষ্টি থামতে পারে না. চুম্বন দিতে দিতে ওর দেহের সব থেকে গোপনীয় অঙ্গের কাছে পৌছে গেল. যোনি আবরনিতে লুকানো আছে গুপ্তধন. দৃষ্টি প্রখর করে পলাশ দেখল যোনি আবরনির মধ্যভাগে সিক্ত. নিশ্চিতভাবে রঙ্গনার যোনি থেকে রসের ফলগুধারা এসে ক্ষুদ্র বস্ত্রখানি সিক্ত করেছে. কি কামিনী লাগছে রঙ্গনাকে. ওই ক্ষুদ্রসিক্ত অংশটি রঙ্গনার যৌন উত্তেজনার প্রতিকীমাত্র. পলাশ বদন নিচু করে সিক্ত অংশে চুম্বন দিল. নিজের ওষ্ঠে ওই অমৃত রস কিঞ্চিত সিক্ত হলো. জিহ্বা বের করে ওষ্ঠ থেকে রঙ্গনার যৌনরসের স্বাদ আস্বাদন করলো. রঙ্গনার কোনো কিছু অসুন্দর নয়. যোনিরসের স্বাদও না. এবারে ক্ষুদ্র যোনি আবরনির কোমরে কাছে থাকা ইলাস্টিকে দুই হাতের তর্জনী আর বড়িস্ঠ অঙ্গুল দিয়ে ধরল. রঙ্গনা ওর স্পর্শ চিনতে পেরে ভারী নিতম্ব আবার বিছানা থেকে উপরে তুলে ধরলো. পলাশ বস্ত্রখানি থেকে ওর দেহ থেকে দুরে ফেল দিল. সম্পূর্ণ নগ্ন, উলঙ্গ, নিরাবরণ প্রেমিকাকে দেখে নিল. আহা কি রূপ তোমার. কেন তুমি পোশাক দিয়ে নিজের অনির্বচনীয় সৌন্দর্য্য ঢেকে রাখো? পোশাক পরা তুমি আর পোশাক না পরা তুমি. দুইজনকেই দেখলাম. আমি পোশাক না পরা তুমিকেই বেশি সুন্দর দেখছি. নিশ্চয় আমার কোনো নয়নরোগ হয় নি. তুমি প্রকৃতির সন্তান. আমি তোমার রূপে মুগ্ধ, তোমার সৌন্দর্য্যে বাকহারা. আমিই জগতের সব থেকে ভাগ্যবান পুরুষ যে তোমাকে তোমার সৌন্দর্য্যের সৌন্দর্য্যতা দেখতে পারছে. হে ঈশ্বর অসংখ্য ধন্যবাদ আমাকে এমন খুশনসিব দেবার জন্যে.

যোনির উপরিভাগে ভাগে যেখানে যৌনকেশ তার বিস্তার লাভ করে সেখানে যৌনকেশ আছে. তবে অবিন্যস্ত হয়ে নেই. আগাছা পরিস্কার করবার মত রঙ্গনার যৌনকেশ পরিস্কার করা. কর্তন করা হয়েছে. একটা ত্রিভুজাকার কেশের ক্ষেত্র তৈরী করা হয়েছে. ওই কেশরাশি পলাশ না স্পর্শ করে পারল না. রঙ্গনা ওর ছোঁয়াতেই আবার কেঁপে উঠলো. ওর যৌনকেশ শুধু যে কর্তন করে নির্দিষ্ট আকারে করা হয়েছে তাই নয় যোনির চারিপাশে ক্ষৌরকর্ম করে অবাঞ্ছিত কেশরাশি নির্মূলও করা হয়েছে. ফলে রঙ্গনার ফর্সা যোনি নিপাট পরিচ্ছন্ন. আর উপরের কেশ সব নির্দিস্ট দৈর্ঘের. যোনির চারিপাশ থেকে পাযুদ্বার পর্যন্ত নিঃখুতভাবে অবাঞ্ছিত যোনিকেশ পরিস্কার করা হয়েছে.
পলাশ যোনিকেশ থেকে নিজের হাত নিচের দিকে নামিয়ে ওর যোনি মুঠো করে ধরল. ওহঃ ভগবান. কি সুখ. হাত চোখের সামনে এনে দেখল তালুতে যোনি নিঃসৃত রসে সিক্ত হয়েছে. জিভ বের করে চেটে খেয়ে নিল. রঙ্গনা ওর চক্ষুর দৃষ্টি পলাশের কার্যকলাপের ওপর নিবন্ধ করা আছে. পলাশ নিজেকে নামিয়ে যোনির সামনে নিজের অবস্থান নিল. দেখল প্রেয়সীর যোনি. এখান থেকে মনভোলানো একটা গন্ধ নির্গত হচ্ছে. কি মাতাল করা পরিবেশ. এমন সুন্দর দৃশ্য, এমন প্রাকৃতিক সুগন্ধি. জীবনের স্মরণীয়তম দিন. যোনির মাঝে কাটা ভাগের মধ্যেই লুকানো আছে যোনিগহ্বর. পাশের পাঁপড়ি টেনে যোনিমুখ উন্মোচিত করে দিল. ভিতরের লাল মাংস খুলে গেল. অন্তর্ভাগ সিক্ত. রসের উপস্থিতি দেখতে কোনো কষ্ট করতে হলো না.
রঙ্গনাকে বলল, 'সোনা, তুমি কত সুন্দর!! আজকের দিনটা না এলে আমি কোনো দিন জানতেও পারতাম না. জীবনানন্দকে নকল করে বলতে ইচ্ছা করছে রঙ্গনার মুখ আমি দেখিয়াছি. তাই অন্য কিছু চাই না আর. তুমি কেন এত সুন্দরী. আমি ধন্য তোমাকে পেয়ে.'
রঙ্গনা ওর কথা শুনে হেসে উঠে বলল, 'ধ্যাত কি যে বলো না. সবাই তো এমন হয়. আমি আর পারছি না পলাশ, কিছু কর.'
পলাশ নিজের কর্তব্য সম্ভন্ধে সচেতন হলো. যোনির মাতাল করা গন্ধ একটু শুকে নিয়ে নিজের জিহ্বা দিয়ে ওর যোনির রসের চাটতে আরম্ভ করলো. পলাশের সব সূচনা এত শুভ আজ. মন মাতানো গন্ধ আর নোনতা স্বাদ পলাশকে আরও তেজি করে তুলল. রঙ্গনা যোনিতে মুখ পরতেই হিস হিস করে উঠলো. শ্বাস প্রশ্বাস আরও ভারী হয়ে উঠলো. শ্বাস প্রশ্বাসের সাথে ছন্দ মিলিয়ে ওর বুক ওঠা নামা করছে. যোনিতে মুখ রেখে পলাশ ওপরের দিকে চাইল. দেখল ওর স্তনের ওঠা নামা. রঙ্গনা চোখ বন্ধ করে হাত বাড়িয়ে পলাশের মাথা নিজের যোনিতে ঠেসে ধরেছে. শ্বাস প্রশ্বাসের সাথে ওর গোঙানিও পরিবর্তন হয়েছে. বেশি আওয়াজ আর অদ্ভুত সব শব্দ বেরোচ্ছে. পলাশ নিজের কাজ মন দিয়ে করছে. জিহ্বা ওর ভগাঙ্কুরে নিয়ে গেছে. যেকোনো রমনীর মত রঙ্গনারও এটা খুব সংবেদনশীল জায়গা. হয়ত সব থেকে সব থেকে. ওখানে ওর জিভ পড়তেই রঙ্গনা পলাশে আরও জোরে ঠেসে ধরল. পলাশ একটা হাত দিয়ে ওর একটা স্তন ধরেছে আর অন্য হাতে তর্জনী ওর যোনিতে প্রবেশ করিয়েছে. রঙ্গনা ছটফট করতে শুরু করেছে. আহঃ আঃ আঃ করে সব আওয়াজ বের করছে. কিই বা আর করতে পারে রঙ্গনা. যুবতী শরীর সুখের উড়োজাহাজে উঠতে যাচ্ছে. আঙ্গুল ভিজে গেছে অনেক আগেই. স্তন কষে কচলে দিচ্ছে. 

কিছুকাল এমন চলতে থাকার পরে রঙ্গনা চিৎকার করে উঠলো, 'পলাশ আমার হচ্ছে, আমাকে ধর, আমার হলো আমাকে ধর.' কথাগুলো বলছে আর ওর শরীর এঁকে বেঁকে যাচ্ছে. কি অসম্ভব সুখ. পাহাড়ের চূড়োয় তুলে দিয়ে ওকে সুখসাগরে ভাসিয়ে দিল. পলাশ তুমি আমায় কি শান্তি দিলে তুমি তা জানো না. মেঘের নৌকায় তুমি আমায় স্বর্গের সুখ দিলে. আহঃ আহঃ. রঙ্গনা নিজের রাগমোচন করলে ওর যোনি থেকে আরও রস প্রবাহিত হলো. পলাশ কোনো ভুলে না করে তা চেটে খেয়ে নিল. ওর যোনি একেবারে সাফ করে ফেলল. রঙ্গনার দেহের শান্তি হলো. পলাশকে শান্ত করে পেরে, ওকে আনন্দ দিতে পেরে শান্তি পেল. এগিয়ে গিয়ে রঙ্গনার ওপর শুয়ে ওকে আবার চুম্বন দিতে লাগলো.
রঙ্গনা পলাশকে জড়িয়ে ধরে বলল, 'আমি আজ খুব সুখ পেয়েছি রে!! আজকের দিনটা চিরকাল মনে রাখব.'
পলাশ বলল, 'রঙ্গনা, এটা আমার স্মরণীয়তম দিন. ভবিষ্যতে কোনো একটা দিন মনে করতে পারলে সেটা হবে আজকের দিন টা. তুমি জানো না এখন আমি কি সুখী. আমার ভালবাসা আমার হয়ে গেছে. কত দিনের স্বপ্ন, কত দিনের ভালোলাগা, কত দিনের ভালবাসা আজ আমার কাছে বাস্তব. চিরকাল যেন এমন থাকতে পারি. আমার এখনো বিশ্বাস হয় না আমার স্বপ্নের পরীর সাথে আমি শুয়ে আছি.'
রঙ্গনা বলল, 'পলাশ জানো না তোমাকে এইকয়দিনে আমি কত টা ভালোবেসে ফেলেছি. আমাকে ফোন কর নি তাতে কষ্ট হয়েছে. কিন্তু আনন্দের জন্যে অপেক্ষা করেছিলাম. আজ আমাকে ভরিয়ে দিয়েছ. আমাকে তোমার থেকে কেউ বেশি ভালোবাসে না. আমি ধন্য. তুমি জানো আজ সারা দিন আমি কি করেছি? '
পলাশ আদর করে জিজ্ঞাসা করলো, 'কি করেছ?'
রঙ্গনা ওকে চুমু দিয়ে বলল, 'বলব না যাও, লজ্জা করে.'
পলাশ বলল, 'আমার কাছে আবার লজ্জা কিসের? আমি তো তোমার বিয়ে না করা বর?'
রঙ্গনা বলল, 'হমম, আজ সারাদিন তোমার জন্যে অপেক্ষা করেছি. নিজেকে পরিস্কার করেছি. আমাকে যাতে তোমার অপছন্দ না হয়.'
পলাশ ওকে চুম্বন দিয়ে বলল, 'তোমাকে আমার কোনো দিনই অপছন্দ হবে না. তুমি যদি আমাকে ভালো নাও বাসতে তবুও. আমি তোমাকে ভালোবাসী যে!'
রঙ্গনা ওকে জড়িয়ে ধরে বলল, 'ও কথা বলো না সোনা. আমার কাছে তুমি যে কি সেটা বলে বোঝাতে পারব না. কেউ আমাকে এত ভালবাসে বিশ্বাসই করতে পারছি না.'
পলাশ বলল, 'বিশ্বাস করো, এটা বাস্তব. তুমি যে আমাকে ভালোবাস তাতে কোনো সন্দেহ নেই. নাহলে কোনো নারী তার সমস্ত নারীসত্বা এমন উজার করে দিতে পারে না.'
পলাশের কথা শুনে নিজের নগ্ন শরীরের অস্তিত্ব টের পেল. এত সময় উত্তেজনায় ছিল তাতে বাহ্যিক কিছু খেয়াল করে নি. পলাশ দিব্যি কাপড় পরে আছে. এটা আরও অস্বস্তি কর.
রঙ্গনা পলাশের বুকে কিল মেরে বলল, 'ওরে শয়তান, আমাকে খালি গা করে দিয়ে নিজে সব কিছু পরে আছে. এক যাত্রায় পৃথক ফল হবে না. তুমিও আমার মত জন্ম দিনের পোশাক পরে নাও. আমার লজ্জা করছে.'
পলাশ বলল, 'লজ্জা কিসের? আমিই তো আছি.'
রঙ্গনা বলল, 'না, তাও.'
পলাশ বলল, 'তাহলে তুমি পরে নাও, আর একটু জড়িয়ে ধরে থাকব.'
রঙ্গনা বলল, 'না সোনা. তুমি খুলে ফেল, তারপর জড়াজড়ি হবে. জামাকাপড় পরব কি এখনো তো আসল কাজই হলো না?'
পলাশ বুঝলো ও কি বলতে চাইছে. তাও জিজ্ঞাসা করলো, 'আসলে কাজ মানে?'
রঙ্গনা বলল, 'আই ওয়ান্ট টু ফিল ইউ ইনসাইড মি. ইজ দ্যাট ক্লিয়ার?'
পলাশ বলল, 'ইয়েস ম্যাম.'
রঙ্গনা তাড়া দিল, 'তাহলে খুলে ফেল.'
পলাশ বলল, 'আমি পারব না. তুমি খুলে দাও.'
রঙ্গনা বলল, 'ওকে.'

রঙ্গনার ওর টি শার্ট, গেঞ্জি খুলে দিল. উর্ধাঙ্গ সম্পূর্ণ নগ্ন. তারপর একে একে বেল্ট আর জিন্সটা খুলে ফেলে দিলো নিচে. শুধু অন্তর্বাস পরে খাটের ওপর দাঁড়িয়ে আছে পলাশ. অন্তর্বাসের সামনে একটুখানি জল ছাপ তৈরী হয়েছে. ইলাস্টিকে আঙ্গুল গুঁজে অন্তর্বাস ওর শরীর থেকে বিচ্ছিন্ন করে নিচে ফেলে দিল রঙ্গনা. পলাশের দিকে তাকিয়ে হতবাক হলো. এমা ওর লিঙ্গ এত ছোট কেন? দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু এটা যদি ওর দৃঢ় লিঙ্গের আকার হয় তাহলে হতাশার যথেষ্ট কারণ আছে. মুখ শুকিয়ে গেল. নিশ্চিন্ত হবার জন্যে হাত বাড়িয়ে ওর লিঙ্গ ছুঁয়ে দেখল. না ওটাই ওর লিঙ্গের সর্বাধিক দৈর্ঘ্য. রঙ্গনার পক্ষে সম্ভব না পলাশকে গ্রহণ করা. এর আগে যাদের সাথে ওর যৌনসম্পর্ক হয়েছে তাড়া কেউই এই আকারের নয়. এর থেকে কমপক্ষে ২-৩ গুন বড় হবে. যদিও সবারটা বড় ছিল না৷ কিন্তু পলাশেরটা এতোটুকু৷ বাচ্চাছেলের মতো৷ আগের প্রেমিকরা ওকে সঙ্গম করে তৃপ্ত করেছে. পলাশ কোনো দিনই সেটা পারবে না. অত গভীরে ও পৌছতেই পারবে না. ও যত ভালো ছেলেই হোক আর ওকে যত ভালই বাসুক, এটা নিয়ে রঙ্গনা আপোস করতে একেবারেই রাজি নয়. ওর লিঙ্গ ছেড়ে দিয়ে খাট থেকে নেমে জামা কাপড় পরতে শুরু করলো.
পলাশ অবাক গলায় বলল, 'কি হলো সোনা?'
রঙ্গনা শীতল গলায় বলল, 'পলাশ তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই. তুই আর কোনদিন আমার সাথে কথা বলার বা মেশার চেষ্টা করবি না. আমাকে যদি ভালোবাসিস তাহলে তুই এটা করবি. তুই আমাকে ভালোবাসিস?'
পলাশ চুপসে গেল. ভগ্ন গলায় বলল, 'হ্যাঁ. কেন এমন করলে জানাবে কি?'
রঙ্গনা জানে পলাশ আর কোনদিন ওর কাছে আসবে না. কারনটা বলে দেওয়াই ভালো. অন্তত সত্যিটা জানবে. সেইরকম শীতল গলায় বলল, 'তোর পেনিস খুব ছোট, আমাকে কোনদিন তৃপ্ত করতে পারবে না. আমি ডবল স্ট্যান্ডার্ড জীবন কাটাতে পারব না. সুখী না হয়ে সুখীর ভান করতে পারব না.'
পলাশ দেখল ও পোশাক পরে ফেলেছে. পলাশও নিজের পোশাক পরতে শুরু করলো. ওর দুনিয়া ওলট পালট হয়ে গেছে. জীবনের স্মরণীয়তম দিন. কিছু সময় আগেও ছিল জীবনের স্মরণীয়তম দিন ভালবাসা প্রাপ্তির আনন্দে. এখনো এটা জীবনের স্মরণীয়তম দিন. ভালবাসা হারানোর শোকে. ও চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে. ফুঁপিয়ে কাঁদছে না. কিন্তু অশ্রুধারা ঠেকানোর ক্ষমতা ওর নেই.
পলাশ বলতে শুরু করলো, 'তোমাকে প্রোপোজ করার আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম. আমার পেনিস ছোট সেটা জানতাম. সেই ব্যাপারেই গিয়েছিলাম. ডাক্তার সব পরীক্ষা করে বলেছিল শারীরিকভাবে কোনো সমস্যা নেই. ভবিষ্যতে বাবা হতেও আমার অসুবিধা হবে না. আমি ভালবাসার জন্যে সব কিছু করতে রাজি. দুনিয়ার সব খুশি তোমাকে এনে দিতাম. কিন্তু এটা এমনি ব্যাপার যে আমার হাতে কিছু নেই. ভগবান কেন আমাকে এমন বানালো? তোমাকে সুখেই রাখতাম. আমাদের সুখের সংসার হত রঙ্গনা. শেষ করার আগে আর একবার ভেবে দেখো.'
রঙ্গনা বলল, 'আমার ভেবে দেখা সারা. আমার পক্ষে সম্ভব না. কোনো মেয়েই তার জীবনে অপুরুষকে স্বামী হিসেবে চায় না. অন্তত আমি চাই না. তুই আমার জীবন থেকে চলে যা. কোনদিন আর আসবি না.'
পলাশ আর কোনদিন রঙ্গনার সাথে কথা বলে নি. পরের বছর ছিল ফাইন্যাল ইয়ার. স্পেশ্যাল পেপার নিতে হয়. কোনো কমন ক্লাস হয় না. রঙ্গনা যেটা স্পেশ্যাল পেপার নিল সেই ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল পলাশের প্রিয়. ভবতোষ স্যারের সাথে ঝগড়া না করলে ইনঅর্গানিক কেমিস্ট্রি স্পেশ্যাল নিত পলাশ. কিন্তু যেহেতু রঙ্গনা ওটা নিয়েছে তাই পলাশ নিল ফিজিক্যাল কেমিস্ট্রি. এটা ওর মোটেও প্রিয় না. বছরটা কোনো মতে কাটিয়ে দিয়ে পলাশ এম এস সি পাস করে নিরুদ্দেশ হয়ে গেল. কোনো বন্ধু ওর কোনো খবর দিতে পারে নি.

ভার্সিটি প্রায় ১০-১২ বছর আগে শেষ করেছে রঙ্গনা. আজ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে করে ফিরছে. এ সি টু টায়ারে টিকেট বুক করা আছে. ট্রেন ছাড়া কিছু আগে ওর খুপরিতে একটা ফুটফুটে বাচ্চা ছেলে ঢুকলো. বছর ৪-৫ বয়স হবে. মুখটা কেমন যেন চেনা লাগছে. কিন্তু বাচ্চাটাকে কোনো দিন দেখেছে বলে মনে করতে পারছে. পাশেই এক বাঙালি পুরুষের গলায় শুনতে পেল, 'হ্যাঁ দিদি কিছু চিন্তা করবেন না. পৌছে ফোন করে দেব. আপনারাও সাবধানে ফিরে যান. ভালো থাকবেন.'
ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে. বিকেলে ছেড়ে কাল সকাল পৌছে দেবে কলকাতায়, শিয়ালদাতে. ট্রেন ছেড়ে গেলে একজন পুরুষ তার ব্যাগ নিয়ে রঙ্গনার কূপে ঢুকলো. বাচ্চাটা হাত তালি দিয়ে বলে উঠলো, 'বাবা এসে গেছে. বাবা এসে গেছে.'
পুরুষের মুখের দিকে তাকিয়ে রঙ্গনার দমবন্ধ অবস্থা. এ যে পলাশ. এটা পলাশের ছেলে. তাই মুখটা চেনা চেনা লাগছিল. কিন্তু ওকে কোনো দিন দেখেই নি. পলাশের মুখটাই তো বাচ্চার মুখে বসানো. মহা বিরম্ভনার ট্রেন যাত্রা শুরু হলো.
পলাশ নিজের সিটে বসে রঙ্গনাকে দেখে চিনতে পারল. কিন্তু কোনো কথা বলার সাহস হলো না. মাথা নিচু করে নিজের ব্যাগ গুছিয়ে নিল. রিজার্ভেশন চার্ট দেখে নিয়েছে. আর কেউ এই কূপে আসবে না. ওটা তিনজন থাকবে রাতটা.
বাচ্চাটা দুরন্ত. বাবার কথা বেশি শোনে না, নিজের মত বুদ্ধি খাটায়. আলতো গলায় পাকা পাকা কথা বলে. বড়রা কথা না বললেও সে রঙ্গনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে, 'তোমার নাম কি?'
রঙ্গনা প্রশ্নের উত্তর না দিয়ে পারল না. মিষ্টি হেসে বলল, 'রঙ্গনা. তোমার নাম কি?'
ছেলেটা উত্তর দিল, 'আমার নাম রণ. তোমার নামটা ভালো রঞ্জনা.'
রঙ্গনা গাল টিপে বলল, 'আমার নাম রঞ্জনা নয়, রঙ্গনা.'
রণ বলল, 'তুমি কোথায় যাবে রঞ্জনা?'
উত্তর দেবার আগে পলাশ বলল, 'রণ বড়দের নাম ধরে বলতে নেই. তাছাড়া তুমি ওনাকে ডিস্টার্ব করো না.'
রণ বলল, 'আমি তো সবার নাম ধরে ডাকি. তোমাকেও তো বাবা বলে ডাকি. আমি তোমাকে ডিস্টার্ব করছি রঞ্জনা?'
রঙ্গনা উত্তর করলো, 'না সোনা. তুমি আমাকে মাসি ডাকতে পারো.'
রণ বলল, 'তুমি মাসি না, তুমি রঞ্জনা. আমার মাসি তো দিল্লিতে থাকে. মাসির বাড়ি থেকে আজ বাড়ি ফিরছি. তুমি কোথায় যাচ্ছ?'
রঙ্গনা রনকে নিজের কাছে টেনে নিল, বলল, 'আমিও আমার বাড়ি যাচ্ছি. আমার বাড়ি কলকাতায়. তোমার কোথায় বাড়ি?'
রণ বলল, 'আমাদের বাড়ি গ্রামে. কলকাতা থেকে আমাদের ট্রেন বদলাতে হবে. তুমি যাবে আমাদের বাড়ি?'
রঙ্গনা বলল, 'তুমি আমাকে নিয়ে যাবে? নিশ্চয় যাব. তোমার গ্রামের নাম কি?'
রণ বলল, 'গ্রামের নাম অনেক বড়, মনে রাখতে পারি না. গ্রামের সবাইকে আমি চিনি.'
রঙ্গনা বলল, 'মাসি বাড়ি কেন গেছিলে? বেড়াতে?'
--'হ্যাঁ, বেড়াতে.'
--'তোমার মা কোথায়? বাড়িতে?'
--'আমার মা নেই রঞ্জনা. আমি কোনো দিন দেখিই নি মাকে.'
শুনে রঙ্গনা অন্তর কেঁপে উঠলো. এতটুকু বাচ্চা মা ছাড়া. মাঝে খাবার দিয়ে গেছে ট্রেনের লোকেরা. সেসব খেতে খেতেই গল্প চলছে. পলাশ একটা গল্পের বই খুলে রেখেছে.

রঙ্গনা দেখল বিধাতার কি পরিহাস. পলাশ যে ওকে লাগামহীন ভালবাসত আজ তার সাথে একটা কথাও বলছে না. ওর ছেলের সাথে কথা বলে পলাশের খবর নিতে পারছে কিছু কিছু. পলাশকে ও ত্যাগ করেছিল যে পলাশ ওকে যৌনভাবে তৃপ্ত করতে পারবে না. সন্তান জন্ম দিতে পারবে কিনা তাতেও ওর সন্দেহ ছিল. আজ সেই পলাশ নিজের ছেলেকে নিয়ে কলকাতায় ফিরছে. আর যে সুখের আশায় রঙ্গনা 'ভালো' ছেলেকে বিয়ে করলো তাতে কি সে সুখী হতে পারল? ওর সাথে ওদের ক্লাসের আদিত্যর বিয়ে হয়েছে. ব্যবসার কাজে ওকে এত ব্যস্ত থাকতে হয় যে রঙ্গনাকে দেবার মত সময় নেই. ওকে এত বেশি ছোটাছুটি করতে হয় যে রঙ্গনা ওকে পায়ই না. দিল্লিতে দেখা হলো দিন পনের পরে. তাও এক বেলায় জন্যে. ওকে সব সময় সঙ্গে নিয়ে কাজে যায় না আদি, যাওয়া সম্ভব না. সেটা রঙ্গনাও বোঝে. তাই ওর প্রতিক্ষায় দিন গোনে. একটা বাচ্চা চেয়েছিল রঙ্গনা. আদি দিতে পারে নি. ডাক্তার বলেছে আদি কোনদিন বাবা হতে পারবে না.
বিধাতা ওর জীবনের জন্যে সব থেকে বড় পরিহাসের জন্যে আজকের দিনটা বেছে নিয়েছেন. নাহলে রণ আর পলাশের সাথে এক সাথে ট্রেনযাত্রায় সফর সঙ্গী হবে কেন. আরও তো কত লোক আছে, কত কূপ আছে. সব বেছে বেছে এই কম্বিনেশন টাই বা হলো কেন? রঙ্গনা প্লেনে যাতায়াত পছন্দ করে না. কানের ওপর চাপ পড়ে. তাই পারতপক্ষে প্লেন এড়িয়ে চলে. ট্রেনে ফার্স্ট ক্লাসে যায় না. একা অন্যের সাথে কেমন একটা লাগে. তার থেকে টু টায়ার ভালো. অন্তত চার জন লোক থাকে.
রঙ্গনা আর রণ নিজেদের মধ্যে অল্প সময়ে ভাব জমিয়ে ফেলেছে. দুইজনেই গল্পে মশগুল. রণ তো রঙ্গনার কোলে বসে গল্প করছে. হা হা হি হি চলছে. অনেক দিন বাদে পলাশ রঙ্গনার হাসি শুনলো. কিন্তু হাসিতে আগের মত প্রানোচ্ছল ভাবটা নেই. কেমন যেন একটা. হয়ত কোথাও বেদনা আছে.
রাতের খাওয়া শেষ হলে পলাশ রণকে বলল, 'রণ চলে আয়. ঘুমাবি.'
রণ বলল, 'না বাবা আজ আমি রঞ্জনার সাথে থাকব. তুমি কিন্তু আমাকে ঘুমিয়ে পড়লে নিজের কাছে নিয়ে যাবে না.' বাব্বা এত ভাব যে পরস্ত্রীর সাথে রাত কাটাবে.
পলাশ বলল, 'না. ওনাকে ডিস্টার্ব করা হবে. তুই আমার সাথে ঘুমাবি.'
রণ বলল, 'না আমি রঞ্জনার সাথে ঘুমাবো. তোমার সাথে তো রোজ ঘুমাই.'
পলাশ তাও বলল, 'ওনাকে ডিস্টার্ব করা হবে.'
রঙ্গনা বলল, 'রণ তোমার বাবাকে বলে দাও যে আমার ডিস্টার্ব হবে না.'
রণ বলল, 'বাবা ওনার ডিস্টার্ব হবে না.'
পলাশ আর কি করে. যে আসল মা হতে পারত তার কাছে না হয় এক রাত থাকলো.
পলাশ বলল, 'ঠিক আছে. একদম দুষ্টুমি করবি না. লক্ষ্মী হয়ে ঘুমাবি.'
রণ বলল, 'আচ্ছা.'
বলেই রঙ্গনার গলা জড়িয়ে শুয়ে পড়ল. রঙ্গনা রনের মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো. একটা সময় পর রণ ঘুমিয়ে পড়ল.
রণ ঘুমালে রঙ্গনা পলাশের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, 'আমার সাথে কথা বলবে না?'
পলাশ বলল, 'তুমি তো আমাকে বারণ করেছিলে. আমি কি করে কথা বলি.' রঙ্গনার অন্তর আত্মা কেঁপে উঠলো, কেঁদে উঠলো. পলাশ বদলায় নি. অন্তত রঙ্গনার জন্যে ওর ভালবাসা কমে নি. একই আছে.

রঙ্গনা বলল, 'কেমন আছ?'
পলাশ বলল, 'শুনলে তো রনের কাছে. ভালই আছি. ছেলে খুব দুরন্ত. ওকে সামলাতেই হিমসিম খেয়ে যাচ্ছি. তুমি বলো তোমার কথা?'
রঙ্গনা বলল, 'আমার কোনো কথা নেই পলাশ.'
পলাশ বলল, 'তা হয় নাকি? এত বছর পর দেখা. তোমার নিশ্চয় বিয়ে গেছে, ছেলে মেয়ে কত জন? কত বড়? বর কি করেন?'
রঙ্গনা শুকনো গলায় বলল, 'তোমার আদিত্যর কথা মনে আছে? ওর সাথে আমার বিয়ে হয়েছে. আমার কোনো সন্তান নেই. কোনদিন হবেও না.' রঙ্গনা নিজের হতাশা চাপতে পারল না.
পলাশ বলল, 'আই অ্যাম সরি.'
রঙ্গনা বলল, 'রনের মায়ের কি হয়েছিল?'
পলাশ বলল, 'বাচ্চা হবার সময় খুন কম্পলিকেসি হয়েছিল. ডাক্তাররা বাঁচাতে পারে নি.'
রঙ্গনা দুঃখ প্রকাশ করে বলল, 'আহা রে!! সো স্যাড. তবে তোমার ছেলে খুব সুন্দর. ফুটফুটে, চটপটে.'
পলাশ বলল, 'খুব দুরন্ত. আর পেটে পেটে দুষ্টু বুদ্ধি.'
রঙ্গনা বলল, 'বাচ্চা দুরন্ত না হলে বাড়ি মাথায় করে কে রাখবে? তুমি বুঝবে না শুন্যতাটা কোথায়.'
এইভাবেই ওরা সারা রাত কথা বলে চলল. পলাশ ওর জীবনের কথা ওকে বলল. এম এস সির পর খুব একটা বেরোত না. খুব বড় কিছু করতে পারবে না সেটা ছাত্র জীবনেই বুঝে গেছিল. পড়াশুনা করে ও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল চাকরি নিয়ে কলকাতার বাইরে চলে গেল. তারপর বাড়ি থেকে জোর করে ধরে বেঁধে ওকে বিয়ে দিয়ে দেয়. বিয়েতে ইচ্ছে ওর ছিল না. থাকতে পারে না. ওর বউ ভালো মেয়েছিল. কোনো চাহিদা ছিল না. কিন্তু মন্দ কপাল. অকাল প্রয়ান ঘটল.
রঙ্গনা পলাশকে প্রশ্নটা করেই ফেলল, 'পলাশ তুমি আমাকে এখনো ভালোবাসো?'
পলাশ সোজা উত্তর না দিয়ে বলল, 'আমার বউ, কমলার যখন বাচ্চা হবার জন্যে হাসপাতালে নিয়ে গেলাম তখন ডাক্তার পরীক্ষা করে বলল যে মাকে বাঁচানো যাবে না. মাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে বাচ্চাও মারা যেতে পারে. মার বাঁচার সম্ভাবনা খুবই কম. আমি রণকেই বাঁচাতে বলেছিলা. সেই সময়ের আগে আমি ছেলে বা মেয়ে কোনো সন্তানই ঈশ্বরের কাছে কামনা করি নাই. যে হয় সে যেন সুস্থ হয় এটাই আমার চাওয়া ছিল. কিন্তু যখন শুনলাম কমলা আর বাঁচবে না তখন ঈশ্বরের কাছে খুব প্রার্থনা করেছিলাম আমার যেন একটা মেয়ে হয়. কিন্তু ততদিনে না ততদিনে কেন অনেক আগে থেকেই আমার ভাগ্য লিখন হয়ে গেছে. আমার মেয়ে হলো না. রণ হলো.'
রঙ্গনা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, 'তুমি মেয়ে চেয়েছিলে কেন?'
পলাশ ভান না করে উত্তর দিল, 'তাহলে মেয়ের নাম দিতাম রঙ্গনা.'
উত্তর শুনে রঙ্গনা না কেঁদে পারে নি. অনেক সময় থম মেরে বসে ছিল. দুচোখ বেয়ে অশ্রুধারা নেমে ওর রাতে পোশাক ভিজিয়ে দিয়েছিল. পলাশ ওকে কোনো সান্ত্বনা দিতে পারে নি.
অনেক সময় পড়ে রঙ্গনা পলাশকে জিজ্ঞাসা করলো, 'রনের ভালো নাম কি?'
পলাশ বলল, 'রঙ্গন.'
রঙ্গনা আর কিছু জিজ্ঞাসা করতে পারে নি. কাঁদতে কাদঁতে রণকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল. ঘুম ভাঙ্গলো সকালে. রনের গলার আওয়াজে.
পলাশ উঠে গেছে. ঘুম থেকে উঠেই রণকে আদর করে দুই গালে দুটো চুমু খেল. রণও ওকে ওর গালে হামি দিল. ওরা আবার নিজেদের নিয়ে মেতে উঠলো.
আর পলাশের সাথে বেশি কথা হলো না. কিছু সময় পরেই ট্রেন শিয়ালদায় ঢুকবে. পলাশের কোনো ঠিকানা রণ দিতে পারে নি. কোনো নাম্বারও না.
শিয়ালদায় যখন ট্রেনে থেকে নেমে বিচ্ছিন্ন হবার সময় এলো তখন রণ কান্না জুড়ে দিল. রঞ্জনাকে ওদের বাড়ি নিয়ে যাবে. পলাশ কষ্ট করে ওকে সামলালো. রঙ্গনার কোনো কনট্যাক্ট ইনফরমেশন পলাশ চায় নি.
স্টেশনে নেমে রঙ্গনা পলাশকে জিজ্ঞাসা করলো, 'আবার কবে দেখা হবে?'
পলাশ বলল, 'আবার কবে দেখা হবে? হয়ত কোনো দিন এমনি পথ চলতে চলতে দেখা হয়ে যাবে.'
পলাশ আর রঙ্গন শিয়ালদা সাউথের দিকে পা বাড়ালো. 

No comments:

Post a Comment