৩ ঘন্টা ট্রেন লেট! সকাল ৭ টায় পৌছানোর কথা কিন্তু সখীপুর স্টেশনে গিটারটা কাঁধে নিয়ে নামলাম সকাল ১০টা বাজে।
জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা মানে ইন্টার দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে। ক্লাস ৫ এ বৃত্তি পাওয়ার পর গ্রামে লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মত গিয়েছিলাম আবার গেলাম ইন্টার পরীক্ষা শেষ করে।
যেই চাচা আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যখন কিছুদুর হেঁটে পানি ভরা মাঠের দিকে নিয়ে গেল তখনই জানলাম রিক্সা ভ্রমনে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না কারন রাস্তার কিছু কিছু জায়গায় পানি উঠেছে তাই নৌকা করে যাওয়াই সহজ।
জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা মানে ইন্টার দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে। ক্লাস ৫ এ বৃত্তি পাওয়ার পর গ্রামে লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মত গিয়েছিলাম আবার গেলাম ইন্টার পরীক্ষা শেষ করে।
যেই চাচা আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যখন কিছুদুর হেঁটে পানি ভরা মাঠের দিকে নিয়ে গেল তখনই জানলাম রিক্সা ভ্রমনে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না কারন রাস্তার কিছু কিছু জায়গায় পানি উঠেছে তাই নৌকা করে যাওয়াই সহজ।